এমপি লিটনের বাড়িতে দোয়া মাহফিল


প্রকাশিত: ১০:৩৫ এএম, ০৩ জানুয়ারি ২০১৭

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম লিটনের বাড়িতে  কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামে নিজ বাড়িতে মঙ্গলবার এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে এমপি লিটনের নিজ বাড়ি চত্বরে কোরআন তিলাওয়াত করে মাদরাসার প্রায় দুই শতাধিক এতিম শিশু।

gaibandha

দুপুরে লিটনের কবরের পাশে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মাহফিলে লিটনের অাত্মীয়-স্বজন, শুভকাঙ্ক্ষী ও বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার বাদ আসর নিজ বাড়ির চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামে এমপি লিটনকে বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিল্লুর রহমান পলাশ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।