হলমার্ক কেলেঙ্কারি : এজিএম কামরুল গ্রেফতার
সোনালী ব্যাংক-হলমার্ক কেলেঙ্কারির মামলার অন্যতম আসামি সোনালী ব্যাংক ঢাকা প্রধান কার্যালয়ের বরখাস্তকৃত এজিএম কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেল ৩টার দিকে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। মতলব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুবুদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রাম থেকে মঙ্গলবার সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে এজিএম কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি ১৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলেও জানান ওসি।
প্রসঙ্গত, ২০১২ সালের ৪ অক্টোবর হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার সাবেক ব্যবস্থাপক ও ডিজিএম (সাময়িক বরখাস্ত) একেএম আজিজুর রহমানকে আসামি করে ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। ২৭ জনের মধ্যে এজিএম কামরুল ইসলামও মামলার আসামি।
সোনালী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলমার্ক ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে পরিশোধিত (ফান্ডেড) অর্থ হচ্ছে ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা।
ইকরাম চৌধুরী/এএম/জেআইএম