যেখানে এমপির নিরাপত্তা নেই সেখানে আমাদের কোথায়?


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৩ জানুয়ারি ২০১৭

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নিজের ঘরে যদি একজন সংসদ সদস্য নিহত হন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সভা, সমাবেশ, মিছিল-মিটিংয়ে যদি এ ঘটনা ঘটতো তবুও না হয় একটা কথা ছিল। এর চেয়ে আর বড় খারাপ কি হতে পারে।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম লিটনের নিজ বাড়িতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি লিটনের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

কাদের সিদ্দিকী বলেন, এ হত্যার ঘটনা অত্যন্ত ভয়াবহ, তাই সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আগামীকাল কি হবে তা আমরা কেউ বলতে পারছি না। আর আমি যে এখানে এসেছি রাস্তায় আক্রান্ত হবো কি না সেটাও বলা যায় না। এছাড়া এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসন অনেককে গ্রেফতার করতে পারে। এ ঘটনার সঙ্গে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করা রাষ্ট্রের কর্তব্য।

জিল্লুর রহমান পলাশ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।