এমপি লিটন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেল আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সুন্দরগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
পরে মিছিলটি পৌর শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এসে শেষ হয়। সেখানে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা- মাসুদুল আলম চঞ্চলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দলীয় কোন্দল, উগ্র জঙ্গিবাদ ঠেকাও আন্দোলন অব্যাহত থাকায় ও তার চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তাই অবিলম্বে লিটন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়।
জিল্লুর রহমান পলাশ/এএম/জেআইএম