প্রতিটি নাগরিকের তথ্য অধিকার আইন জানা প্রয়োজন


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৩ জানুয়ারি ২০১৭

প্রতিটি নাগরিকের তথ্য অধিকার আইন সম্পর্কে জানা প্রয়োজন উল্লেখ করে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেছেন, নাগরিকদের ওপর প্রয়োগ করতে দেশে ১১০০ আইন রয়েছে। এর মধ্যে মানুষ শুধু মাত্র তথ্য অধিকার আইনের প্রয়োগ করে।

মঙ্গলবার জামালপুরে তথ্য অধিকার আইন বিষয়ে অবহিতকরণ এক সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রহমান এসব কথা বলেন।

প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য অধিকার আইন প্রয়োগ করে যেকোনো নাগরিক তার অধিকার বিষয়ে জানতে পারে। প্রতিটি নাগরিকের তথ্য অধিকার জানা প্রয়োজন।

তিনি বলেন, যেদিন প্রতিটি নাগরিক তথ্য অধিকার আইন প্রয়োগ করতে পারবে। সেদিন তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে। তখন এ তথ্য অধিকার আইন প্রতিষ্ঠা সফল হবে।

জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রওনক জাহান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন প্রমুখ।

শুভ্র মেহেদী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।