গাইবান্ধায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার


প্রকাশিত: ০৯:২৯ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দেশীয় তৈরি লোকাল গানসহ (এলজি) আবুল কালাম (৪৫) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি এলজি উদ্ধার করা হয়। আবুল কালাম গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের সিদাইচর গ্রামের মৃত আনছের আলীর ছেলে।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবুল কালাম একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে ফুলছড়ি ও সদর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

এছাড়া আবুল কালামের নেতৃত্বে ২০১৫ সালের ২৩ আগস্ট ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের আনন্দবাড়ী গ্রামে একটি ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ফরহাদ মুন্সি নামে একজন নিহত হন। আবুল কালাম ফরহাদ মুন্সি হত্যার মামলারও আসামি।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে আবুল কালাম পালিয়ে ছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে একটি দেশীয় তৈরি লোকাল গান (এলজি) উদ্ধার করা হয়। আবুল কালামকে ফুলছড়ি থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মো. জিল্লুর রহমান পলাশ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।