অধ্যক্ষকে কলেজ ছাড়ার হুমকি ছাত্রলীগের : ক্লাস ও পরীক্ষা বন্ধ


প্রকাশিত: ০১:৪০ পিএম, ০৪ জানুয়ারি ২০১৭

ছাত্রলীগ কর্তৃক নড়াইল ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষকে লাঞ্ছিতের অভিযোগে দুদিন ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্তসহ প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতার বিভিন্ন অনৈতিক দাবি প্রত্যাখ্যান করায় অধ্যক্ষ মুহম্মদ সামাদ উল্লাহ মজুমদারকে লাঞ্ছিত করার অভিযোগে এসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার বেলঅ ২টার দিকে শিক্ষক মিলনায়তনে কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে শিক্ষকদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে বুধবারসহ আগামীকাল বৃহস্পতিবার ক্লাস বন্ধ থাকবে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করবেন শিক্ষকরা।

কলেজের শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদ আহম্মদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার দুপুরে অফিস চলাকালীন ছাত্রনেতা পলাশসহ তার দুেই সহযোগী অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে (অধ্যক্ষ) অশ্লীল ভাষায় গালাগাল করে। এছাড়া অধ্যক্ষকে আজকের (বুধবার) মধ্যে কলেজ ছাড়ার হুমকি দেয়া হয়।
 
এ ঘটনায় বুধবার কলেজে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বৃহস্পতিবারও ক্লাসবর্জনসহ পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে।

পাশাপাশি ঘটনা তদন্তে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর বরুণ কুমার বিশ্বাসকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।

এ ব্যাপারে অভিযুক্ত ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ বলেন, হোস্টেলের সমস্যা নিয়ে স্যারের সঙ্গে কথা বলতে যাই। স্যারকে গালাগাল করেননি বলে দাবি করেন তিনি।

হাফিজুল নিলু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।