প্রেম করে বিয়ে : একই ওড়নায় যুগলের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৪ জানুয়ারি ২০১৭

প্রেমের বিয়ে পরিবার মেনে না নেয়ায় একই ওড়নায় ঝুলে আত্মহত্যা করেছে মোবারক ও শারমীন নামের এক নব দম্পতি।

বুধবার রাতে কুমিল্লা মহানগরীর শাকতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ উভয়ের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, জেলার বরুড়া উপজেলার দৌলতপুর (আড্ডা) গ্রামের আবুল বাশারের ছেলে রিকশাচালক মোবারক হোসেন (২২) প্রেম করে এক মাস আগে একই উপজেলার ঝলম গ্রামের ফজর আলীর মেয়ে শারমিন আক্তারকে (১৯) বিয়ে করেন। শারমিন নগরীর বিসিক শিল্প নগরীর এলাকায় চাউল কল শ্রমিক হিসেবে কাজ করতেন।

বুধবার রাতে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি নজরুল ইসলাম জানান, বিয়ের পর ওই নব দম্পতি নগরীর শাকতলা এলাকার আবদুর রাজ্জাকের মালিকানাধীন বস্তিতে বাসা ভাড়া নেয়।

কিন্তু মোবারকের পরিবার ওই বিয়ে মেনে না নেয়ায় বুধবার রাতে স্বামী-স্ত্রী রাগে-ক্ষোভে একই ওড়নায় ঘরের ভেতর ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার সকালে মরদেহদ্বয়ের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে ওসি জানিয়েছেন।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।