পিরোজপুরে ডোবা থেকে সরকারি ক্লিনিকের ওষুধ উদ্ধার
পিরোজপুরে ডোবা থেকে সরকারি কমিউনিটি ক্লিনিকের বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
পাচারের উদ্দেশ্যে বাইরে ফেলে দেয়ার পর সেগুলোকে জব্দ করে প্রধান শিক্ষকের জিম্মায় রাখা হয়েছে।
জেলার সিভিল সার্জন ডা. ফকরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ বিষয় শিগগিরই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদরকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে।
সরেজমিনে জানা যায়, সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাইনখালী কমিউনিটি ক্লিনিকের পেছনে একটি ডোবার মধ্যে ৩১ ডিসেম্বর তারিখ সকালে ২৮ আইটেমের কার্টুন ভর্তি এবং ছড়ানোর ছিটানো আরও বেশ কিছু ওষুধ পরিত্যাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
ওই দিন সকালে ক্লিনিক সংলগ্ন সরকারি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওষুধগুলো দেখতে পেয়ে শিক্ষকদের খবর দেয়। বিষয়টি উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেককে জানানো হলে তিনি ওয়ার্ড ইউপি সদস্য হারুন জমাদ্দারসহ আরও অনেককে খবর দিয়ে পরিত্যাক্ত ওষুধগুলোকে জব্দ করে পার্শ্ববর্তী মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জিম্মায় রাখার জন্য নির্দেশ দেন।
এবিষয়ে ক্ষুব্ধ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাইরে পাচার ও বিক্রির উদ্দেশে ওষুধগুলোকে ডোবায় ফেলে দেয়া হয়েছে।
সরেজমিনে বুধবার ওই ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইটার (সিএইচসিপি) মাসুম হাওলাদারকে এ বিষয় জিজ্ঞাসা করলে তিনি জানান, কীভাবে ওষুধগুলো বাহিরে গিয়েছে তা তার জানা নেই। তবে ক্লিনিকের জানালা-দরজা সবই ঠিকঠাক রয়েছে। চুরির কোন ঘটনা ঘটেনি।
তবে মাধ্যমিক বিদ্যালয়ের একজন বিশ্বস্ত ব্যক্তি এ প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, ২৯ ডিসেম্বর বেলা ১২টার দিকে ক্লিনিক কর্মকর্তা মাসুমকে ওষুধের কার্টুনগুলো ডোবায় ফেলতে দেখে শিক্ষকদের জানিয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, ক্লিনিক কর্মকর্তার বিরুদ্ধে অনেক অনিয়ম ও দুর্নীতি থাকার কারণে তার তিন মাস বেতন বন্ধ ছিল। এ ঘটনায় থানায় এখনও কোনো সাধারন ডায়েরী হয়নি।
হাসান মামুন/এফএ/আরআইপি