এডিসির বাসায় দুর্ধর্ষ চুরি


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৬ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট ট্রাফিক জোনে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আনিচ উদ্দিনের পিরোজপুর জেলার নাজিরপুরের বাসায় দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জানা গেছে, নাজিরপুর থানা ভবন থেকে মাত্র ৫০০ গজ দূরে এডিসি আনিচ উদ্দিনের বাসভবন। সেখানে তার বাবা-মা ও বড় বোন বসবাস করেন। গত বৃহস্পতিবার বিকেলে বড় বোন স্কুলশিক্ষিকা মলি তার শিশুপুত্রকে নিয়ে বাসা তালা দিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে ওই রাতে দুর্বৃত্তরা বাড়ির তালা ভেঙে স্বর্ণালঙ্কারসহ মালামাল চুরি করে নিয়ে যায়।

এডিসি আনিচ উদ্দিনের বড় বোন আরমান আরা মলি বলেন, আলমারিতে থাকা ৭ ভরি স্বর্ণালঙ্কার, ৪ ভরি রূপা, নগদ ২০ হাজার টাকা, প্রায় ৫ হাজার ডলারসহ দুইটি চেক বই ও তার জাতীয় পরিচয় পত্র চুরি করা হয়েছে।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মালামাল উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

হাসান মামুন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।