ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৫ কর্মী আটক


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৭ মার্চ ২০১৫

ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার আশঙ্কায় মঙ্গলবার ভোরে ও দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান,  জেলা শহরের পবহাটি মোড় থেকে দুপুর ১২ টার দিকে মিছিলের প্রস্তুতি কালে ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হল যুবদল কর্মী ইমরান হোসেন ও রকিব উদ্দিন। এছাড়াও ভোরে সাদেক মন্ডল নামের এক জামায়াত কর্মীকে আটক করা হয়।

 শৈলকুপা উপজেলায় অভিযান চালিয়ে ভোরে জালাল উদ্দিন ও তোরাব ইসলাম নামের ২ জামায়াত কর্মীকে আটক করা হয়। হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।