ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান নামক স্থানে মৈত্রী এক্সপ্রেস ট্রেন ও প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী রেল রুটের গোয়ালবাথান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটলে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে এ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দাদন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলেই এ রুটে রেল চলাচল আবার স্বাভাবিক হবে।
উল্লেখ্য, সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান নামক স্থানে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হয়।
নিহতদের মধ্যে তিনজন স্থানীয় আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, একজন ওই প্রতিষ্ঠানেরই শিক্ষক ও অপরজন প্রাইভেটকারের চালক বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আমিনুল ইসলাম/এফএ/এমএস