গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা


প্রকাশিত: ১১:২১ এএম, ০৮ জানুয়ারি ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামে লিপি আখতার (৩৫) নামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত লিপি দুই সন্তানের জননী। তার বাবা তুষখালী কলেজের নৈশ প্রহরী মো. আনিসুর রহমান অভিযোগ করেন, ১২ বছর আগে তুষখালী গ্রামের হাবিব জমাদ্দারের ছেলে বাদশার সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক হিসেবে লক্ষাধিক টাকা দেয়া হয়।

তিনি বলেন, পরবর্তীতে প্রায়ই আমার মেয়েকে টাকার জন্য চাপ প্রয়োগ করতো সে। কয়েকদিন আগে আবারও ৫০ হাজার টাকা আমার কাছ থেকে নেয়ার জন্য বলে। এ নিয়ে শুক্রবার সকালে বাদশা, তার মা সেলিনা ও ননদ মঞ্জুয়ারা বেগম লিপির সঙ্গে ঝগড়া হয়।

একপর্যায়ে মারধর করে হত্যার জন্য মুখে বিষ দিয়ে আত্মহত্যার ঘটনা সাজাতে চেয়েছিল। খবর পেয়ে লিপিকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শুক্রবার রাতে সেখানে তার মৃত্যু হয়।

লিপিকে হত্যার অভিযোগে তার বাবা মো. হাবিবুর রহমান জমাদ্দার বাদী হয়ে শনিবার রাতে ৫ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেছেন। মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসান মামুন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।