এমপি লিটনের খুনিদের গ্রেফতারে আল্টিমেটাম
গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের এমপি মনজুরুল ইসলাম লিটনকে হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে এক বিশাল মানববন্ধনের কর্মসূচি পালিত হয়েছে। পরে সমাবেশ করে ১০ জানুয়ারির মধ্যে এমপি লিটন হত্যার খুনিদের গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয়।
রোববার বামনডাঙ্গা ফুটবল ও ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচি এক বিক্ষোভ সমাবেশে রূপান্তরিত হয়। মানববন্ধনে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বামনডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইমান হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমেস উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, সাংবাদিক হাবিবুর রহমান হবি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কামরুল হাসান কাজল, মুশফিকুল হাসান পিয়াল, মাহবুবার রহমান খান, ফয়সাল শাকিদার আরিফ, আশিকুর রহমান শাওন, আরিফুল ইসলাম রাশেদ প্রমুখ।
সমাবেশে বিক্ষুব্ধ বক্তারা, ১০ জানুয়ারির মধ্যে এমপি লিটন হত্যার খুনিদের গ্রেফতারের দাবি জানায়। অন্যথায় সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক ও রেলপথ অবরোধসহ লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে এবং প্রতিটি ঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে লাগাতার কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণের কর্মসূচি পালনের ঘোষণা দেন।
লিটন হত্যার বিচারের দাবিতে প্রতিষ্ঠিত হয়েছে শহীদ লিটন মঞ্চ: এমপি লিটনের এ মর্মান্তিক হত্যাকাণ্ড স্বাধীনতার স্বপক্ষের মানুষসহ সর্বস্তরের মানুষকে ব্যাপক নাড়া দিয়েছে। এক সপ্তাহের অধিক সময় অতিক্রান্ত হলেও চাঞ্চল্যকর এ হত্যার রহস্য উদঘাটন বা হত্যাকারীদের গ্রেফতার না হওয়ায় বিশেষ করে তরুণ সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
এজন্য লাগাতার আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে সর্বস্তরের মানুষের সমন্বয়ে বামনডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন এলাকায় রোববার প্রতিষ্ঠিত হয়েছে শহীদ লিটন মঞ্চ। এ মঞ্চেই প্রতিদিন প্রতিবাদ সমাবেশসহ লাগাতার বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
জিল্লুর রহমান পলাশ/এএম/পিআর