ভারতে কারাভোগের পর দেশে ফিরলো দুই যুবক


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৮ জানুয়ারি ২০১৭

ভারতে কারাভোগের পর শেরপুরের নালিতাবাড়ীর দুই যুবককে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে তাদের হস্তান্তর করা হয়।

তারা হলেন, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের গফুর মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২১) ও আলী হোসেনের ছেলে মো. শফিকুর ইসলাম (১৮)।

নাকুগাঁও স্থলবন্দর দিয়ে সীমান্তরক্ষী বিজিবি ও ভারতীয় বিএসএফ জওয়ানদের উপস্থিতিতে দুই দেশের পুলিশ এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে।

নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মো.নজরুল ইসলাম জানান, সবুজ মিয়া ও শফিকুর ইসলাম ২০১৫ সালের ১ আগস্ট নালিতাবাড়ীর পোড়াগাঁও সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে।

সেই সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলা কারাগারে পাঠানো হয়।

রোববার দুপুরে সবুজ ও শফিকুরকে পুশব্যাক করে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় ভারতের তুরা জেলা পুলিশ  ইনর্চাজ এসআই ডি হাজং, নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামসহ বিএসএফ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

হাকিম বাবুল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।