শরীয়তপুরে ৮০ মণ জাটকা ইলিশ জব্দ


প্রকাশিত: ০৫:৫৩ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

শরীয়তপুরের গোসাইরহাট থেকে ট্রলার বোঝাই ৮০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় মাছ বহনকারী আটজনকে আটক করে জরিমানা করা হয়েছে। রোববার গভীররাতে এসব জাটকা জব্দ করা হয়।

আটরা হলেন- পূর্ব কোদালপুরের আব্দুর রহিম(৩০), দুদু মিয়া (৩০), তেতুলিয়ার মনির হোসেন(২৯), রাজাপুরের রিপন (৩২), সাইখার মনির হোসেন (২০), তেতুলিয়ার সবুজ জমাদ্দার(৩০), বারেক দেওয়ান (২১) ও ধীপুরের আক্তার (৩৫)।

গোসাইরহাট উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সগীর হোসেন জানান, রোববার গভীর রাতে গোসাইরহাট উপজেলার পট্রী লঞ্চঘাট থেকে ট্রলার বোঝাই ৮০ মণ জাটকা ইলিশ জব্দ করে মাদরীপুর র‌্যাব-৮। এসময় মাছ বহনকারী আটজনকে আটক করে র্যা ব। র‌্যাব ও পুলিশের উপস্থিতিতে সোমবার সকালে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা, বিদ্যালয়, ও মাদরাসার গরীব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

আটক আটজনকে পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও তিনি জানান।

মো. ছগির হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।