চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ সেনা সদস্য আটক


প্রকাশিত: ০৬:১৬ এএম, ০৯ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় ৩০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ বশির উদ্দীন (৩০) নামে এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার বেগমপুর-যাদবপুর মাধ্যমিক বিদ্যালয়ের কাছের পাকা রাস্তা থেকে  তাকে আটক করা হয়।

আটক বশির সদর উপজেলার বেগমপুর চিলমারী পাড়ার আলী আকবারের ছেলে এবং ঢাকা ক্যান্টনমেন্টের ল্যান্স কর্পোরাল পদে কর্মরত।

বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাসনুন আলম জানান, রোববার দিবাগত রাতে বশির হিজলগাড়ী বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বেগমপুর পুলিশ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে থামিয়ে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।   

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সালাউদ্দিন কাজল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।