গাইবান্ধায় বিএনপির ৫ নেতাকর্মী কারাগারে


প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৯ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

গাইবান্ধায় নাশকতা মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

তারা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আহসানুল হক রিপন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী রিপন ও কামারদহ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাতক আনারুল ইসলাম ও পৌর যুবদল নেতা বঙ্গ মিয়া।

সোমবার বেলা পৌনে ৩টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবি অ্যাড. মো. মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির অঙ্গ-সংগঠনের পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নাশকতা মামলা রয়েছে। সোমবার দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম শফিক জানান, বিচারকের শুনানি শেষে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জিল্লুর রহমান পলাশ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।