এমপি লিটন হত্যা : জামায়াত আমির রিমান্ডে


প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার সুন্দরগঞ্জ পূর্ব থানার আমির মো. সাইফুল ইসলাম মণ্ডলের (৪৫) ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেল পৌনে ৪টার দিকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মো. মইনুল হাসান ইউসুব শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

সাইফুল ইসলাম মণ্ডল সুন্দরগঞ্জ পূর্ব থানার জামায়াতের আমির ও চেংমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দক্ষিণ শ্রীপুর গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার পর্যন্ত লিটন হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৮ জন গ্রেফতার ও অনন্ত ৪০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার ৮ জনকেই রিমান্ডে নিয়েছে পুলিশ।

এর আগে লিটন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেংমারী (শখের বাজার) এলাকা থেকে রোববার দুপুরে তাকে আটক করা হয়। পরে লিটন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে হাজির করা হয়।

জিল্লুর রহমান পলাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।