ঝিনাইদহে আওয়ামীলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ১২


প্রকাশিত: ০২:১০ পিএম, ১৮ মার্চ ২০১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে  আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।  বুধবার বিকেল ৩ টার দিকে সদরের চন্ডিপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের বেতাই পুলিশ ক্যাম্পের  উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান,  জেলা সদরের গান্না ইউনিয়নে দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজ মালিথা ও আওয়ামীলীগ নেতা মহাসিন আলী দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার বিকেলে চন্ডিপুর বাজারে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১২ জন আহত হয়। আহতদের মধ্যে মহাসিন আলী, আবজাল হোসেন, আলমগীর হোসেন, আব্দুর রউফ, কহিদুল ও মহিদুল ইসলাম। এদেরকে  স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।