বাবা হত্যার দায়ে ছেলের কারাদণ্ড


প্রকাশিত: ০১:০৩ পিএম, ১০ জানুয়ারি ২০১৭
প্রতীকী দণ্ড

মেহেরপুরে বাবা হত্যার দায়ে ছেলে হাফিজুর রহমানকে ১০ বছর সশ্রম কারাদণ্ডাদেশের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার বিকেলে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক টিএম মুসা এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত হাফিজুর রহমান গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম্মেল মালিথার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, গাংনী উপজেলার মহিষখোলা গ্রামের মালসাদহ গ্রামের মোজাম্মেল মালিথার ছেলে হাফিজুর রহমান বিদেশ থেকে বাড়ি ফেরার পর টাকা পয়সা নিয়ে বাবার সঙ্গে ঝগড়া হয়।

এর জেরে বাবা তার ছেলেকে মারধর করে। এতে ছেলে হাফিজুর রহমান ক্ষুব্ধ হয়ে ২০০৯ সালের ২২ নভেম্বর তার বাবা মোজাম্মেল মালিথাকে বাড়ির পাশে একটি পুকুরে ডুবিয়ে হত্যা করে।

এ ঘটনায় মোজাম্মেলের বড় ছেলে কামাল উদ্দিন বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ১০ জন সাক্ষী সাক্ষ্য দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহীদুল হক এবং আসামিপক্ষে আসাদুজ্জামান আইনজীবীর দায়িত্ব পালন করেন।

আসিফ ইকবাল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।