জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করায় আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১০ জানুয়ারি ২০১৭

পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী করার সিদ্ধান্ত নেয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগ। এসময় তারা মিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ-মিছিল বের করা হয়।

উপজেলা সদরের প্রাণকেন্দ্র ইন্দুরকানী বাজার থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মতিউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা। পরে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, আ. খালেক গাজী, সাংগঠনিক সম্পাদক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার, বজলুর রহমান মিন্টু, আওয়ামী লীগ নেতা মো. সাইদুর রহমান, মাহবুব আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলরুবা মিলন, মোস্তাফিজুর রহমান, তোবারেক আলী হাওলাদার প্রমুখ।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (নিকার) বৈঠকে জিয়ানগর উপজেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
১৯৭৬ সালে পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট, বালিপাড়া ও পত্তাশী ইউনিয়ন নিয়ে গঠিত হয় ইন্দুরকানী থানা। পরে ২০০২ সালের ২১ এপ্রিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামানুসারে ইন্দুরকানী থানাকে জিয়ানগর উপজেলা হিসেবে ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

হাসান মামুন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।