ঘুষ গ্রহণের সময় ভূমি সার্ভেয়ার আটক


প্রকাশিত: ০২:০৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৭

কুষ্টিয়ায় ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় সদর উপজেলা ভূমি সার্ভেয়ার মাহফুজুর রহমানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের একতারা মোড়ের তানিম প্লাস্টিকের শো-রুম থেকে তাকে আটক করা হয়।
দুদকের কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুদক কুষ্টিয়া অফিসের উপ-পরিচালক আব্দুল গাফফারের নেতৃত্বে একটি দল বুধবার শহরের একতারা মোড়ের তানিম প্লাস্টিকের শো-রুমে অভিযান চালায়।

এ সময় ওই দোকানের ভেতর জমির কাগজপত্র ঠিক করার নামে মাহফুজুর রহমান এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নিচ্ছিলেন। দুদকের দল এ সময় ঘুষের টাকাসহ হাতেনাতে তাকে আটক করে।

তিনি জানান, ঘুষ গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হবে।

আল-মামুন সাগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।