চার নেতার সন্ধান দাবিতে সাদুল্যাপুরে অবরোধ চলছে


প্রকাশিত: ০৭:২১ এএম, ১২ জানুয়ারি ২০১৭

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুবদলের নিখোঁজ চার নেতার সন্ধান দাবিতে অবরোধ  করছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে প্রিন্স মুক্তি পরিষদের ব্যানারে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা বাজারে এ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

এসময় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিহাটগামী পদ্মরাগ ট্রেনটি নলডাঙ্গা রেল স্টেশনে অবরোধের কবলে পড়ে ২০ মিনিট আটকা থাকে।

Sadullapur

এছাড়া নলডাঙ্গা-সাদুল্যাপুর সড়কের ডাকবাংলা এলাকার পাকা সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করে বিক্ষোভকারীরা। এতে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

অবরোধের খবর পেয়ে সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান বিপ্লব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রয়েছে।

Sadullapur

উল্লেখ্য, সোমবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ৩ দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ারুল হাসান জীম মন্ডল  দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নলডাঙ্গা যাচ্ছিলেন। এরপর থেকে নিখোঁজ হন তারা।

পরদিন মঙ্গলবার বেলা ১১টার দিকে রেলগেট ও কাচারিবাজার এলাকা থেকে নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মোটরসাইকেলসহ তুলে নিয়ে যায়।

জিল্লুর রহমান পলাশ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।