গাইবান্ধায় ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন


প্রকাশিত: ০১:৪০ পিএম, ১২ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কিশোরীকে (১২) অপহরণের পর ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন ও অারেক যুবককে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত হাসানুর রহমান ওরফে হাসানুজ্জামানের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত ধোপাডাঙ্গা গ্রামে।

তিনি ওই গ্রামের আবদুল কাদের মিয়ার ছেলে ও আবদুর রাজ্জাক সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পশ্চিম কেশালীডাঙ্গা গ্রামের খয়রাত হোসেনের ছেলে। রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু মো. আবদুল্লা-আল-কনক এসব বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১২ সালের ১১ অক্টোবর সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রাম থেকে ওই কিশোরীকে হাসানুর রহমান ও আবদুর রাজ্জাক অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায়। এরপর দুজনে কিশোরীকে ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে কিশোরী উদ্ধারসহ হাসানুজ্জামান ও আবদুর রাজ্জাককে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পরবর্তীতে কিশোরীর জবানবন্দি অনুযায়ী আদালতে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।

তিনি আরও জানান, মামলা চলাকালে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক বৃহস্পতিবার বিকেলে এ রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

জিল্লুর রহমান পলাশ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।