জয়পুরহাটের তুলসী গঙ্গা নদীর খনন কাজ শুরু


প্রকাশিত: ১০:১৬ এএম, ১৩ জানুয়ারি ২০১৭

প্রায় ২ কোটি টাকা ব্যয়ে জয়পুরহাটের তুলসী গঙ্গা নদীর ১৩ কিলোমিটার এলাকা জুড়ে পুনঃ খাল খনন কাজ শুরু হয়েছে।

শুক্রবার বেলা ১২টায় পাঁচবিবি উপজেলার বহরমপুর এলাকা দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদীতে এ খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সামছুল আলম দুদু।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী ইন্তেখাফ আলম, আওয়ামী লীগ নেতা শাহীন চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছেন রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প। আগামী ৩ মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হলে তুলসী গঙ্গা নদীর দুই পাড়ে তিনটি ইউনিয়নের ৪০টি গ্রামের মানুষ বন্যা কবল থেকে মুক্ত, সহজ সেচে সুবিধা ও সুপীয় পানির সুবিধা নিশ্চিত হবে।

রাশেদুজ্জামান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।