এমপি লিটন হত্যা : জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী গ্রেফতার


প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে জামায়াত-শিবিরের পাঁচজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক (৪৫), শিবির নেতা একই উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুবনিকঞ্চিবাড়ি গ্রামের এরশাদ আলী (৩০), জামায়াতের কর্মী শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের আমীর হামজা (৪৫), ছাপড়হাটি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি গোলাম মোস্তফা (৪৬) ও শিবিরের কর্মী বামনডাঙা ইউনিয়নের রামধন গ্রামের জহুরুল ইসলাম (৩০)।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এমপি লিটন হত্যা মামলায় জড়িত কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, সাংসদ হত্যার ঘটনায় সন্ধ্যা পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আটজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তবে বিকেল পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাংসদ মনজুরুল নিহত হন।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।