কাঁঠালবাড়িতে রোববার স্থানান্তরিত হবে কাওড়াকান্দি ঘাট


প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৪ জানুয়ারি ২০১৭

আগামীকাল রোববার কাওড়াকান্দি ঘাট কাঁঠালবাড়ি স্থানান্তরিত হবে। এতে নৌ-পথের দূরত্ব ৫ কিলোমিটার কমবে এবং যাত্রীরা সহজেই ঢাকা পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শনিবার দুপুরে মাদারীপুরের কালকিনির ভূরঘাটায় জঙ্গিবাদবিরোধী পথসভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পাকিস্তান রফতানি করে জঙ্গি। আর আমরা রফতানি করি পোশাক, জাহাজসহ বিভিন্ন জিনিস। সেই অখণ্ড পাকিস্তানে যারা বিশ্বাস করে আমরা কি সেই পাকিস্তানে ফিরে যেতে পারি।

পথসভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক, জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খায়রুল আলম নিটুল খন্দকার প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।