বগুড়ায় ককটেল ফাটিয়ে জুয়েলার্সে ডাকাতি


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

মাইক্রোবাসযোগে এসে ককটেল ফাটিয়ে ও গুলি করে বগুড়া শহরের গলাপট্টির আল-হাসান জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এসময় তিনজন গুরুতর আহত হয়েছেন। লুট করা হয়েছে নগদ ৫ লাখ টাকা ও একশ ভরি স্বর্ণালঙ্কার।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে পুলিশ। শহরের নিউ মার্কেটের গলাপট্টিতে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জাহাঙ্গীর আলম ও জাকিউল হোসেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, ক্রেতা সেজে শহরের নিউ মার্কেটে প্রবেশ করে আল-হাসান জুয়েলার্সে স্বর্ণালঙ্কার নিয়ে দুর্বৃত্তরা দ্রুত মাইক্রোবাসযোগে পালিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।