মেহেরপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৫ জানুয়ারি ২০১৭

মেহেরপুরে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। রোববার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দুই পাশে এ অভিযান চালানো হয়।

অভিযানে গাংনী উপজেলার আকুবপুর থেকে তেরাইল বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার দুই পাশের কাঁচা-পাকা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।

Meherpur

প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সওজের বিশেষ নির্দেশনার আলোকে এ কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহবুবুর রহমান।

আসিফ ইকবাল/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।