ঝিনাইদহে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা : শ্বশুর আটক
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়ীয়া গ্রামে ববিতা খাতুন (১৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী চান মিয়া। শনিবার দুপুর ২ টার দিকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে স্বামী চান মিয়া তাকে বালিশ চাঁপা দিয়ে হত্যা করে। পরে ববিতার বাবার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে ববিতার পরিবারের লোকজন এসে তাকে মৃত অবস্থায় পায়। এ ঘটনার পর চান মিয়া পালিয়ে যায়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শ্বশুর শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
হরিণাকুন্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ববিতার বাবার পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত ববিতা সদর উপজেলার ভিকসর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে।
এমএএস/পিআর