ঝিনাইদহে দুই ভ্যাকসিনের উপর কর্মশালা অনুষ্ঠিত
ঝিনাইদহে উপজেলা পর্যায়ে পিসিভি ও আইপিডি ভ্যাকসিনের উপর এ্যাডভোকেসি ও লন্সিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাজাহান আলী, কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মমিনুর রহমান, মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম।
কর্মশালায় ইউপি চেয়ারম্যান, সচিব, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণীর পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
এমজেড/পিআর