নড়াইলে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘সুলতান মেলা’


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৬ জানুয়ারি ২০১৭

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে সোমবার বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী ‘সুলতান মেলা’র উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। সোমবার বিকেলে সুলতান মঞ্চে সুলতান মেলার উদ্বোধন করেন ডেপুটি স্পিকার।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের এমপি অ্যাড. শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস প্রমুখ।

জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী ও রচনা প্রতিযোগিতা, লাঠিখেলা, হাডুডু, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেস, দড়িটান, ভ্যান গাড়ি দৌড়, গরুর দৌড়, চিবুড়ি, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পীর জীবন ও কর্মের ওপর সেমিনার এবং নড়াইলের বিভিন্ন কৃতী সন্তানদের জীবন ও কর্মের ওপর আলোচনা।

Sultan

সপ্তাহব্যাপী সুলতান মেলায় স্থানীয় ৩১টি সাংস্কৃতিক সংগঠন নৃত্য, কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ও নাটক পরিবেশন করছে। বিকেল থেকেই শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গণে শতাধিক স্টল তাদের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে।

শিশুদের বিনোদনের জন্য নাগোরদোলা ও ট্রেনসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে। এছাড়া এবার সুলতান স্বর্ণপদক পাচ্ছেন  চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাশেম খান। মেলার সমাপনী দিন ২১ জানুয়ারি শিল্পীর হাতে পদক তুলে দেয়া হবে।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি থেকে সুলতান মেলা শুরু হলেও সোমবার এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া।

হাফিজুল নিলু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।