ফেনীতে প্রতিপক্ষের হাতে আ.লীগ নেতা লাঞ্ছিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৬ জানুয়ারি ২০১৭

ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্যাহ প্রকাশ রেন্সু করিমকে মারধর করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার দুপুরে ইউনিয়নের কোম্পানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সালিশ বাণিজ্যের টাকা ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। নিজ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ অফিসে দাফতরিক কাজে যাওয়ার সময় এ হামলার শিকার হন তিনি।

ফেনী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।