রাঙামাটির সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
রাঙামাটির চার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. সফিকুর রহমানকে (৫৫) চট্টগ্রামের চন্দনাইশ থানার এলাহাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রাঙামাটির ডিবি টিম তাকে গ্রেফতার করে বলে জানান জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী।
মকসুদ আলীর ছেলে সফিকুর রহমান রাঙামাটি শহরের কলেজগেট আমানতবাগ এলাকার বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকায়।
ডিবি কর্মকর্তা জানান, রাঙামাটি ডিবি টিম চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় চার মামলায় সাজাপ্রাপ্ত আসামি সফিকুর রহমানকে গ্রেফতার করে। পরে রাতে তাকে রাঙামাটি আনা হয়। মঙ্গলবার তাকে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে রাঙামাটি ও চট্টগ্রাম দায়রা আদালতে ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় ৬টি মামলা রয়েছে। সেগুলোর মধ্যে চার মামলায় বিভিন্ন মেয়াদে তার সাজা হয়েছে।
সুশীল প্রসাদ চাকমা/এফএ/জেআইএম