খাগড়াছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু


প্রকাশিত: ১১:২২ এএম, ১৭ জানুয়ারি ২০১৭

খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। মঙ্গলবার দুপুরের দিকে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

মেলার উদ্বোধন উপলক্ষে টাউন হল প্রাঙ্গণে ‘মুক্তিযদ্ধের চেতনা মঞ্চে’ খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী, বিপিএম-সেবা, পার্বত্য চট্টগ্রাম আভ্যন্তরীণ উদ্বাস্তু ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম প্রমুখ।

Dizital-Mela

মেলায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নাগরিক সেবা প্রদান ও নাগরিক সেবা প্রাপ্তির কৌশলসমূহ উপস্থাপন করা হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

সরকারি-বেসরকারি ৪২টি স্টল নিয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী এ ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রতিদিন থাকবে ডিজিটাল চলচিত্র প্রদর্শনী, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতাসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।