বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ৩৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭

১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মঙ্গলবার জমার শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৫ জন, ৯টি সাধারণ ওয়ার্ডে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন।

প্রার্থীরা উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন বলে জানা গেছে।
 
মেয়র পদে দলীয় মনোনীত প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্রভাবে মনোনয়ন জমা দিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের ২ জন এবং বিএনপির ১ প্রার্থী বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিস জানায়, মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাফর আলী খান, বিএনপির ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা সেলিম উদ্দিন বাহারি, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ও পৌর আওয়ামী লীগ নেতা সূজিত চাকমা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জমির উদ্দিন জানান, তফসিল অনুযায়ী প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৯ জানুয়ারি। প্রত্যাহারের শেষ দিন ২৭ জানুয়ারি এবং নির্বাচন অনুষ্ঠিত হবে।

সুশীল প্রসাদ চাকমা/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।