পিরোজপুরে গৃহবধূর আত্মহত্যা
পিরোজপুর সদর উপজেলার কলাখালীতে সুবর্না (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কলাখালী গ্রামের রেজাউল শেখের স্ত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেলোয়ার হোসেন মন্টু জানান, সকাল ১০টার দিকে পরিবারের লোকজন সুবর্নাকে গলায় দড়ি দেয়া অবস্থায় ঘরের মধ্যে ঝুলে থাকতে দেখেন।
পরবর্তীতে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে কী কারণে সুবর্না আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। সুবর্নার চার বছর বয়সী এবং দুই মাস বয়সী দুই কন্যা শিশু রয়েছে।
নিহত সুবর্নার বাবা সিদ্দিকুর রহমান শেখ ও রেজাউলের বাবা মৃত রুস্তুম আলী শেখ আপন ভাই। সুবর্নার আরেক বোনও আগে আত্মহত্যা করেছে বলে জানান ওই ইউপি সদস্য।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, ওই গৃহবধূর আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তদন্তের পরে বলা যাবে কীভাবে এবং কেন তার মৃত্যু হয়েছে।
হাসান মামুন/এএম/জেআইএম