পোকায় খাচ্ছে সরকারের সাড়ে ৩ কোটি টাকার গম


প্রকাশিত: ১০:০৪ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

পিরোজপুরে পোকায় খাচ্ছে সরকারের সাড়ে তিন কোটি টাকার গম। তাই জেলার বিভিন্ন খাদ্যগুদামে প্রায় দেড় বছর ধরে পড়ে থাকা পোকায় খাওয়া এক হাজার ২১০ মেট্রিক টন গম নিয়ে বিপাকে পড়েছে জেলা খাদ্য বিভাগ। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।  

উপজেলা পর্যায়ে রেশনিং ব্যবস্থা চালু না থাকা এবং নতুন কোনো প্রকল্প না থাকায় মজুদকৃত গম ব্যবহার করা হচ্ছে না। ফলে সময় যত গড়াচ্ছে গমের মানও তত দ্রুত নিম্নমুখী হচ্ছে। গোডাউনেই বেশির ভাগ গম পোকায় খেয়ে পাউডার করে ফেলেছে। এক মাসের মধ্যে অপসারণ করা না হলে এ গম ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে বলে জানিয়েছে জেলা খাদ্য বিভাগ।

নাম প্রকাশ না করা শর্তে এক উপজেলা খাদ্য পরিদর্শক বলেন, ২০১৫ সালের অক্টোবর মাসে সারা দেশব্যাপী যখন পোকায় খাওয়া গম আমদানি নিয়ে হইচই পড়ে যায় সেই সময় আর্জেটিনার গম বলে এ গমগুলো খাদ্য গুদামে রাখা হয়। তাই এই গম এতো অল্প সময়ে পোকায় ধরে পাউডার করে ফেলছে। এছাড়া সময় মত সরকারিভাবে পোকা প্রতিষেধক ওষধ সরবরাহ না করায় আরো বেশি পোকায় আক্রমণ করে গম নষ্ট করে ফেলছে।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলার ৬টি গোডাউনে মোট ১ হাজার ২১০ মেট্রিক টন গম রয়েছে। যার মধ্যে কাউখালী উপজেলায় ২০৭ মেট্রিক টন, নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠীতে ১৮১ মেট্রিক টন, মঠবাড়িয়া উপজেলায় ১৭৬ মেট্রিক টন ও তুষখালীতে ২৮০ মেট্রিক টন, ভান্ডারিয়া উপজেলায় ২৫৩ মেট্রিক টন এবং নেছারাবাদ উপজেলার ইন্দেরহাটে ১১৩ মেট্রিক টন রয়েছে। যার বর্তমান বাজার মূল্য টন প্রতি ২৮ হাজার ৯৯৪ টাকা হিসেবে ৩ কোটি ৫০ লাখ ৮২ হাজার ৭৪০ টাকা।

Pirojpur

এ ব্যাপারে কাউখালী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ফারুক হোসাইন মজুদ করা গমে পোকা আক্রমণের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলায় নতুন কোনো খাদ্যের বিনিময় উন্নয়ন প্রকল্প খাত না থাকায় গম ব্যবহার করা যাচ্ছেনা।

তিনি আরও বলেন, কীটনাশক ব্যবহার করা হয়েছে। পোকার উপক্রম কমলেও ওই গমের বয়স অনেক হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গমগুলো ব্যবহার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনোতোষ কুমার মজুমদার বলেন, রেশনিং ব্যবস্থা চালু না থাকা এবং নতুন কোনো প্রকল্প না থাকায় মজুদকৃত গম ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া গমগুলো নিম্নমানের বিধায় পোকা প্রতিষেধক ওষধ ব্যবহার করেও পোকা নিধন করা যাচ্ছে না। শিগগিরই যদি এ গমগুলো ব্যবহার না করা হয় তাহলে পোকা সব গম খাবারের অনুপযোগী করে ফেলবে।

হাসান মামুন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।