তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় গ্রেনেড উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত সীমান্তে অবিস্ফোরিত অবস্থায় একটি ভারতীয় সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকালে সীমান্তের মেইন পিলার ৪৩৬ এর ২৫ সাব পিলারের পাশে বাংলাদেশের অভ্যন্তরে গ্রেনেডটি উদ্ধার করা হয়। এই ধরনের সাউন্ড গ্রেনেড ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ব্যবহার করে বলে জানায় বিজিবি।

বিজিবি ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় কয়েকজন ওই এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় গ্রেনেডটি পরে থাকতে দেখে। তারা গ্রেনেডটি হাতে নিয়ে দেখছিল। এসময় বিজিবির টহল দল দেখে তারা গ্রেনেডটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সেটি উদ্ধার করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ বলেন, আমরা ধারণা করছি বিএসএফ ওই এলাকায় সাউন্ড গ্রেনেডটি নিক্ষেপ করেছিল। কোনো কারণে হয়তো সেটি বিস্ফোরণ ঘটেনি। এ ঘটনায় বিজিবির পক্ষ বিএসএফকে একটি প্রতিবাদ লিপি পাঠানো হচ্ছে।

সফিকুল আলম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।