সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে দুদক


প্রকাশিত: ০২:১১ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭

কুমিল্লায় ৫৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শাহ জালাল নামে সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তিনি জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউপির সদস্য ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তাকে মালিগাঁও দক্ষিণ নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

দুদক-কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, ইউপি সদস্য শাহ জালাল বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ৫৪ লাখ ৯২ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেছেন। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।