পিরোজপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা
পিরোজপুর সদর উপজেলার ৬ নম্বর শারিকতালা-ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু মোল্লাকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার মাগরিবের নামাজের পর শহরের বলাকা ক্লাব রোডের মসজিদের কাছে রাস্তায় তাকে এলাপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
বিষটি নিশ্চিত করে তার বড় ভাই পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল আহসান জুয়েল মোল্লা জানান, একদল দুর্বৃত্ত তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।
এ ঘটনায় পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুমুর রহমান বিশ্বাস, চেয়ারম্যানের উপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়াম্যান পদে নির্বাচন করে বিজয়ী হন।
হাসান মামুন/ এমএএস/পিআর