বান্দরবানে বিনামূল্যে বিজিবি’র চিকিৎসা সেবা প্রদান
বান্দরবানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্থানীয়দের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।
সোমবার সকালে জেলা শহরে বিজিবি’র সদর দপ্তরে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা উদ্বোধন করেন বিজিবি’র বান্দরবানে সেক্টর কমান্ডার কর্ণেল এস.এম ওয়ালিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি-বেসরাকারি কর্মকর্তারা।
উদ্বোধনের পরই চিকিৎসা নিতে আসা স্থানীয়দের ভিড় জমে। সুবিধাবঞ্চিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই চিকিৎসা সেবা গ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে সেক্টর কমান্ডার কর্ণেল এস.এম ওয়ালিউর রহমান বলেন, সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবি সীমান্ত এলাকায় মাদকদ্রব্য, মানব পাচারকারী ও সন্ত্রাসীদের যেমন কঠোর হাতে দমন করবে তেমনি গরীব ও অসহায় স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানও অব্যাহত থাকবে।
এমজেড/আরআইপি