বাড়ি ফিরেছেন গাইবান্ধার নিখোঁজ দুই নেতা
গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের সময় নিখোঁজ চারজনের বাকি দুজনও বাড়ি ফিরে এসেছেন। বৃহস্পতিবার ভোরে তারা বাড়ি ফিরে আসেন।
তারা হলেন, সাদুল্লাপুরের নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স এবং নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলা।
এর আগে তাদের পাশাপাশি নিখোঁজ হয়েছিলেন, সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও দামোদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনোয়ারুল হাসান জিম মণ্ডল এবং দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেক। মনোয়ার ও সাদেক গত বৃহস্পতিবার ভোরে তারা বাড়ি ফিরে আসেন। তবে কারা তাদের ধরে নিয়েছিল, সে বিষয়ে কিছু ‘জানেন না’ বলে তারা জানিয়েছেন।
এআরএ/জেআইএম