পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান-সদস্যদের অভ্যর্থনা
পঞ্চগড়ে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদেরকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছে জেলা পরিষদ, পঞ্চগড়।
শনিবার দুপুরে জেলা পরিষদ চত্বরে জাঁকজমকপূর্ণ এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সূজন। এতে প্রধানমন্ত্রী কার্যালয়ের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম আযম, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌরসভা মেয়র তৌহিদুল ইসলাম বক্তব্য দেন।
এ ছাড়া স্বাগত বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ গোলাম আজম। অনুষ্ঠানে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুসহ সাধারণ ও সংরক্ষিত ২০ জন নির্বাচিত সদস্যকে ফুলের শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানানো হয়।
জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে জেলার ৫ উপজেলা পরিষদ, একটি পৌরসভা এবং ৪৩ ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিসহ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আগামী ২৫ জানুয়ারি নবনির্বাচিত চেয়ারম্যানসহ সদস্যরা তাদের কার্যভার গ্রহণ করবেন বলে জানা গেছে।
সফিকুল আলম/এএম/জেআইএম