সুলতান পদক পেলেন চিত্রশিল্পী আবুল হাশেম


প্রকাশিত: ০২:৫০ পিএম, ২১ জানুয়ারি ২০১৭

নড়াইলে ২০১৬ সালের সুলতান পদক পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হাশেম খান। সেই সঙ্গে শেষ হলো বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত সাত দিনব্যাপী সুলতান মেলা।

এতে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার উপস্থিত ছিলেন। শনিবার বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, এস এম সুলতাল ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু প্রমুখ।

এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানান, মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, সাইকেল রেস, দড়ি টানাটানি, ভ্যান গাড়ি দৌড়, গরু দৌড় এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়া প্রতিদিন নড়াইলের বিভিন্ন কৃতী সন্তানদের জীবন ও কর্মের ওপর সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ মেলায় অর্ধশতাধিক স্টলে বিভিন্ন পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছিলেন ব্যবসায়ীরা।

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত মেলা শুরু হয় ১৫ জানুয়ারি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে।

হাফিজুল নিলু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।