শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, মা আহত


প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৩ মার্চ ২০১৫

নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা এলাকায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় তৌহিদুল হাসান নামে দেড় বছরের এক শিশু নিহত এবং তার মা রূপালি আক্তার (৩০) আহত হয়েছে।

সোমবার দুপুরে নালিতাবাড়ী-গাজির খামার-শেরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।  গুরুতর অবস্থায়  রূপালি আক্তারকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।