মাদারীপুরে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

মাদারীপুরের মস্তফাপুর বাজারে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে মস্তফাপুর বাজারে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানগুলো ছড়িয়ে পরলে বাজারে অবস্থিত দোকানগুলোর মধ্যে সারের দোকান, কসমেটিকস, স্বর্ণকারের দোকান, জুতা-স্যান্ডেল ও হার্ডওয়ারের দোকানসহ ১৬টি দোকান পুড়ে যায়। দোকানে থাকা মালামাল  অনুযায়ী কমপক্ষে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি  ক্ষতিগ্রস্থদের। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিত্য গোপাল সরকার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।