শিবচরে অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই
মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে চারটি বসতঘরসহ পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুরে উপজেলার নিলখি ইউনিয়নের বাগমারা গ্রামের আতিয়ার শিকদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের।
নিলখির বাগমারা বাজার সমিতির সভাপতি শাহ আলম মিয়া জানান, দুপুর ১২টার দিকে শিবচর উপজেলার নিলখি ইউনিয়নে বাগমারা গ্রামের আতিয়ার শিকদারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আতিয়ার শিকদার, মজিবর শিকদার, মিজানুর রহমান শিকদার ও রেজাউল শিকদারের চারটি বসতঘর ও একটি রান্না ঘরসহ পাঁচটি ঘর ভস্মীভূত হয়ে গেছে। পরিবারের লোকজন ঘরের আসবাবপত্র থেকে শুরু করে কোনো কিছুই ঘর থেকে বের কতে পারেনি।
প্রায় এক ঘণ্টার চেষ্টার পর স্থানীয়রা শ্যালো মেশিনের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস