ডাকাত পরিচয়ে তল্লাশির প্রতিবাদ, পুলিশের গুলি
পঞ্চগড়ের তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কে ডাকাত পরিচয় দিয়ে তল্লাশির প্রতিবাদ করায় হাইওয়ে পুলিশের গুলিতে দেলোয়ার হোসেন (৪১) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার দুপুর ১২টার দিকে তেঁতুলিয়া উপজেলার মাগুরমারি চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ একটি রামদাসহ দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
গুলিবিদ্ধ দেলোয়ার সদর উপজেলার সাতমেরা এলাকার কুতুব উদ্দিনের ছেলে। সে ডাকাতিসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
ভজনপুর হাইওয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে মহাসড়কে নিয়মিত তল্লাশি চলাকালে একাধিক মামলার আসামি ও এলাকার চিহ্নিত ডাকাত দেলোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। এসময় পুলিশ তার গাড়ি থামিয়ে তল্লাশির কথা বললে সে নিজেকে দেলোয়ার ডাকাত পরিচয় দিয়ে তল্লাশির প্রতিবাদ করে। এক পর্যায়ে স্থানীয় কয়েকজন লোক নিয়ে সে পুলিশের ওপর হামলা করলে পুলিশ তিন রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের ছোড়া গুলিতে দেলোয়ার গুলিবিদ্ধ হয়। এসময় তাকে আটক করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক এসআইএম রাজিউল করিম রাজু বলেন, দেলোয়ারের পেটের নিচে বাম পাশে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ভজনপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, এলাকার চিহ্নিত ডাকাত এবং একাধিক মামলার আসামি দেলোয়ারকে মোটরসাইকেল থামিয়ে তল্লাশির কথা বললে সে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। এক পর্যায়ে তার সহযোগী একজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ তিন রাউন্ড গুলি চালায়।
সফিকুল আলম/আরএআর/পিআর